Monday, August 24, 2015

প্রেমের কবিতা হয় কী নয় !




নিজেকে মানিয়ে রেখেছিস কীসের আশায় !

খুব তো খুশী মনে লিখতিস প্রেমের কবিতা ,

বুঝলি তো এবারে শুধু প্রেম লিখে ফেললেই প্রেম নয় তা। 

জেনে গেলি তো মিথ্যা প্রেম কথা বলে কোন ভাষায় !


ওটা পুরো খেলা ছিল , জোড়াতালি দেওয়া ,

যখন হেসেছিলিস মন ভরা কথা শুনে 

যদি একবার ভেবে দেখতিস ওই হাসির কোণে লুকিয়ে ছিল একরাশ চাপা কান্না ,

নে শুধু সুন্দরটাই দেখে গেছিস 

এবার পালা  কুরূপটাও হাতের কাছে পাওয়া। 



পাওনা আরো আছে রে !

থামলে কি চলবে ! 

তোর্ মন ভেঙেছে  তো বাকীদের বয়েই গেছে তাতে ,

তোকে এবারে কিছু সহানুভূতি  কুড়াতে হবে যে !

কী বললি ! তুই চাস না ওগুলো ?

তা বললে কি চলে !

প্রেম করার সময় মনে ছিল না এগুলো !

যে ভাঙা মনের সাথে লোক দেখানো দাক্ষিণ্যও জোটে। 



ওঃ ! আর কখনো করবি না প্রেম বলছিস ?

বোকা মেয়ে আত্মসন্মানের অজুহাত দেখছিস ?

কত ভালবাসার কুঁড়ি প্রতিনিয়ত ঝড়ে তার খোঁজ-খবর কিছু রাখিস !

তুই যে একা থাকবি বলে ঠিক করেছিস 

চারপাশটা বুঝবে না তুই কী চাইছিস ! 



সাহস থাকে তো আবার প্রেমে মরে দেখা ,

বল দেখি একবার -

আয় প্রেম , ভিজিয়ে দিয়ে যা আবার ,

তোর  বারিধারায়  সিক্ত হব বার বার  .....