Sunday, November 6, 2016

লিখে ফেলা কথা না কথা

কী লিখি খোলা খাতায় !
মনের কথা না জমানো ব্যথা !
শব্দ পেলেই কী জব্দ তারা !
ঐ যে যারা বলে সব ফালতু মাথা ব্যথা।  

কবি হয়ে সব বলা অত সোজা না ,
যত বোঝাতে যাবে 
তত অবুঝের সংখ্যা বেশী পাবে ,
যদি লিখে ফেলি কিছু 
এদিক ওদিক ভেবে ছন্দ সহযোগে 
মন্দ কী তাতে !