না বলা কথা অনেক আছে ,
না পাওয়া মুহুর্ত মনে বাজে ,
এক একবার কিছু ভালোলাগা কথা ভাবায়
নির্জনে বসে স্বপ্নে স্মৃতিচারণার মত সে ,
পরক্ষণে আলেয়ার মত দূরে সরে যায় ,
বাস্তবে তার রং ঘেটে যায় যে।
ভাবনায় ধাক্কা মারা কত কথা বেরোতে চায় যেই
এদিক-সেদিক দেখে ভাবে বেরিয়ে যাবে কই !
এমনটা ছিল না প্রতিদিন ,
তখন কথারা নিয়ম করে ভীড় জমাত রোজ ,
মাঝে এত কথার মাঝে চলত কাছাকাছি থাকার খোঁজ ,
কথার অনুভূতিতেই হত ভাবের আদান-প্রদান।
এখন রোজের কথার আর ভাবনার ভীড় ঠেলে বেরোবার কোন তাড়া নেই ,
আগের কাছাকাছির অনুভূতিটাই ফুরিয়ে গেছে যেই
কথারাও মুখ ভার করেছে ,
রঙীন স্বপ্নরা পালিয়ে গেছে সেই।
থাক , কাজ কি আর ওই কথায়
যাতে ভাবের আদান-প্রদান ই বাকি থেকে যায় ,
তলিয়ে যাক সব অতল বিস্মৃতিতে ,
নইলে এমনি থেকে যাক ভাবনা আর স্মৃতিতে।
না পাওয়া মুহুর্ত মনে বাজে ,
এক একবার কিছু ভালোলাগা কথা ভাবায়
নির্জনে বসে স্বপ্নে স্মৃতিচারণার মত সে ,
পরক্ষণে আলেয়ার মত দূরে সরে যায় ,
বাস্তবে তার রং ঘেটে যায় যে।
ভাবনায় ধাক্কা মারা কত কথা বেরোতে চায় যেই
এদিক-সেদিক দেখে ভাবে বেরিয়ে যাবে কই !
এমনটা ছিল না প্রতিদিন ,
তখন কথারা নিয়ম করে ভীড় জমাত রোজ ,
মাঝে এত কথার মাঝে চলত কাছাকাছি থাকার খোঁজ ,
কথার অনুভূতিতেই হত ভাবের আদান-প্রদান।
এখন রোজের কথার আর ভাবনার ভীড় ঠেলে বেরোবার কোন তাড়া নেই ,
আগের কাছাকাছির অনুভূতিটাই ফুরিয়ে গেছে যেই
কথারাও মুখ ভার করেছে ,
রঙীন স্বপ্নরা পালিয়ে গেছে সেই।
থাক , কাজ কি আর ওই কথায়
যাতে ভাবের আদান-প্রদান ই বাকি থেকে যায় ,
তলিয়ে যাক সব অতল বিস্মৃতিতে ,
নইলে এমনি থেকে যাক ভাবনা আর স্মৃতিতে।
No comments:
Post a Comment